রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ। মাছটি বিক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ফেরিঘাট এলাকার কলাবাগানে জেলে কবির হালদারের পাতা কারেন্ট জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।
পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনে নেন। তিনি জানান, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কেজি প্রতি ২০০ টাকা লাভ রেখে খুলনার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন।
স্থানীয়রা জানান, পদ্মার বড় আকারের মাছ প্রতিদিন ধরা না পড়লেও মাঝে মাঝে এ ধরনের বিশাল ঢাই মাছ ধরা পড়লে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।







