রাজবাড়ী ভয়েস ডট কম : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ রবিবার (২৯ সেপ্টেম্বর)। ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হলেও সপ্তমী থেকেই মূল পূজা শুরু হয়। এ দিন দেবীর অন্নভোগ আরম্ভ হয় এবং তাঁকে ষোড়শ উপাচারে পূজিত করা হয়। বিশ্বাস করা হয়, সপ্তমী তিথিতেই দেবী জাগ্রত হয়ে অশুভ শক্তি দমন করেন।
হিন্দু শাস্ত্র মতে, এ বছর দেবী গজ বা হাতিতে চড়ে মর্ত্যে এসেছেন। এর প্রতীকী অর্থ— পৃথিবী ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।
সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান— এই নয়টি উদ্ভিদকে একত্রিত করে কলাবউ রূপে দেবীর ডান পাশে প্রতিস্থাপন করে পূজা করা হয়। এরপর দেবীর স্নান, চক্ষুদান, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করে ভক্তরা আরাধনা করেন।
রাজবাড়ীর পাঁচটি উপজেলায় এ বছর মোট ৪৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে।
								
															






