১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

কর্মসূচির আওতায় মোট ৩৭৫ জন কৃষকের মাঝে ১২ প্রকার আগাম শীতকালীন সবজির (ইনব্রিড ও হাইব্রিড) বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “সরকারের এ প্রণোদনা কেবল কৃষি উৎপাদন বৃদ্ধিতেই সহায়তা করবে না, বরং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। এতে কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আগাম শীতকালীন সবজি চাষের মাধ্যমে যেমন কৃষকরা বাড়তি আয়ের সুযোগ পাবেন, তেমনি স্থানীয় বাজারেও সবজির চাহিদা পূরণ সহজ হবে।”

Scroll to Top