১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

রাজবাড়ী ভয়েস ডট কম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় তারা একে একে পূজামণ্ডপগুলোতে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তারা প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top