মিলন, (খোকসা) কুষ্টিয়া : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টি (আবাপ)-এর কুষ্টিয়া জেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. আবু বকর সিদ্দিক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার ১৭টি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন এবং পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তার সঙ্গে সফরসঙ্গী ছিলেন খোকসা উপজেলা আহ্বায়ক মাওলানা চৌধুরী মোক্তার হোসাইন, মো. রমজান আলী, খোকসা পৌর আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।
কাকতালীয়ভাবে পরিদর্শনকালে খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সঙ্গে জেলা আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিকের দেখা হয়। পরে তারা একসঙ্গে জানিপুর ইউনিয়নের খাগরবাড়ি মন্দির, ঈশ্বরদী মন্দির ও একতারপুর বাজার মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে ইউএনও প্রদীপ্ত রায় দীপন এবং আমার বাংলাদেশ পার্টির জেলা আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিক দুজনেই জানান, পূজাকে কেন্দ্র করে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।
পূজামণ্ডপে উপস্থিত পুরোহিত ও ভক্তবৃন্দ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সুযোগ করে দেওয়ায় আমার বাংলাদেশ পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টি জানান।
								
															






