কামাল হোসেন, রাজবাড়ী: আজ শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন মহানবমী। ভোর থেকেই রাজবাড়ীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তরা দেবী দুর্গার মহানবমী বিহিত পূজা অর্চনায় অংশ নেন। নবমীর পূজা শেষ হওয়ার পর থেকেই বিদায়ের সুরে ভরে উঠছে প্রতিটি পূজামণ্ডপ, ভক্তদের মনে ভর করেছে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি।
বুধবার (০১ সেপ্টেম্বর) সকালে নবমীর তর্পণে দেবীর মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। পূজা-অর্চনার পর ভক্তদের ঢল নামে প্রতিটি মণ্ডপে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মহাআরতি।
পুরোহিতরা জানান, মহানবমীর বিশেষ পূজায় ষোড়শ উপাচারের পাশাপাশি দেবীর উদ্দেশ্যে ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা এবং যজ্ঞ নিবেদিত হয়। পূজার অঙ্গ হিসেবে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করে দেবীর উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয়।
ভক্তরা জানান, মহানবমী পূজার আচার-অনুষ্ঠান ভক্তির বিশেষ তাৎপর্য বহন করলেও দিনটি মূলত দেবী বিদায়ের বার্তা বয়ে আনে। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।







