রাজবাড়ী ভয়েস ডট কম : মা ইলিশ সংরক্ষণে দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই অভিযানের প্রথম দিনেই (শনিবার, ৪ অক্টোবর) রাজবাড়ীর পদ্মা নদীর বিশাল অংশজুড়ে দেখা গেছে নৌকাহীন এক নিস্তব্ধ দৃশ্য।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ীর কালীতলা, গোদারবাজার, উড়াকান্দা, অন্তারমোড় ও দৌলতদিয়া ঘুরে দেখা গেছে—সাধারণত যে পদ্মা নদী জেলে ও নৌকার কোলাহলে মুখর থাকে, সেটি এখন প্রায় খালি। অধিকাংশ জেলে নৌকা তীরে বেঁধে রেখেছেন, কেউ জাল গুটিয়ে রেখেছেন, আবার কেউ নৌকা ও জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ৫ হাজার ৪৯৭ জন জেলে পরিবারের জন্য সরকারিভাবে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন,
“আজ থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে মা ইলিশ সংরক্ষণ অভিযান। এই সময়ে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ এবং কোস্টগার্ডের সহায়তায় নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে চলছে বিভিন্ন কর্মসূচি। সকলের সহযোগিতায় এ অভিযান সফল হবে বলে আমরা আশাবাদী।”
তবে অভিযানের প্রথম দিন শেষ হলেও এখনো সরকারি সহায়তার কোনো চাল বা আর্থিক সহায়তা পাননি বলে জানিয়েছেন নিবন্ধিত জেলে পরিবারগুলো। তারা বলছেন, দ্রুত সহায়তা না পেলে জীবিকা সংকটে পড়বেন তারা।
								
															






