১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

রাজবাড়ী ভয়েস ডট কম : “Order Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-being, Our Rights” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার ।
বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “প্রবীণ ব্যক্তিরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধের ধারক-বাহক। তাঁদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও সহানুভূতিশীল আচরণের মাধ্যমেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রবীণ নাগরিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা রক্ষা, তাদের সেবায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রবীণবান্ধব সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top