১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার পৃথ্বীজ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.কে.এম শাহ নেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবা কর্মী ও প্রবীণ ব্যক্তিবর্গ।

আলোচনা সভার এক পর্যায়ে প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে গভীর আগ্রহ ও আবেগের সৃষ্টি করে।

Scroll to Top