২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে শহিদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

রাজবাড়ী ভয়েস ডট কম : বাংলাদেশের প্রগতিশীল চিন্তা ও স্বাধীন মতপ্রকাশের প্রতীক শহিদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আবরার ফাহাদের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা হয় এবং তাঁর সাহস ও সংগ্রামকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র “You Failed to Kill Abrar Fahad” প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “শহিদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়—তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা চিন্তার এক প্রতীক। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম প্রজন্মান্তরে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
আলোচনা পর্বে বক্তারা আবরার ফাহাদের অবদান ও আদর্শ স্মরণ করেন। তাঁরা বলেন, আবরারের আত্মত্যাগ সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী প্রতীক হিসেবে বেঁচে থাকবে তরুণ প্রজন্মের মাঝে।

Scroll to Top