১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

কালুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাজবাড়ী ভয়েস ডট কম: “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা ও সুরক্ষা নিশ্চিতকরণে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা যেন নিরাপদ, শিক্ষিত ও স্বনির্ভর হয়ে গড়ে ওঠে— এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

Scroll to Top