রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ী (৮ অক্টোবর) — নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী শাখা। বুধবার বিকেল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ ইবনে জামাল এবং সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল আলিম পাটুয়ারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্বারী আবু ইউসুফ (জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, রাজবাড়ী জেলা শাখা), ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান হাফেজী, মাওলানা আমীর হোসেন ও ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, অপূর্ব পালের কোরআন অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে গভীরভাবে আঘাত করেছে। তারা দাবি করেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দ্রুততম ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
এক বক্তা বলেন, “দেশের সংবিধান ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনো সুযোগ রাখে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে এবং দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।” বক্তারা সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সামাজিকভাবে সহিংসতার প্রতিরোধ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে একটি স্মারক প্রস্তাবনায় সরকারের প্রতি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতকরণের আবেদন জানানো হয়।







