রাজবাড়ী ভয়েস ডট কম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনমুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনের অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক গণশুনানি।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এর সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার সাধারণ নাগরিকরা উপস্থিত হয়ে নিজেদের অভিযোগ, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
গণশুনানিতে জেলা প্রশাসক প্রত্যক্ষভাবে নাগরিকদের কথা শোনেন এবং অনেক অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
প্রশাসন ও জনগণের মধ্যে আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের এ গণশুনানি কার্যক্রম প্রতি বুধবার সকাল ১০টায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।







