রাজবাড়ী ভয়েস ডট কম: উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিনোদপুরে মোশাররফ হোসেনের ইটভাটা সংলগ্ন মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শকের ভিড় ও উৎসবের আমেজ।
রংধনু একাদশের আয়োজনে অনুষ্ঠিত এই শিরোপা নির্ধারণী খেলায় মুখোমুখি হয় বিনোদপুর রংধনু একাদশ ও বিনোদপুর তরুণ সংঘ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংধনু একাদশ ১–০ গোলে তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়।
খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন ইতালি প্রবাসী মো. সুজন, পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।







