১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

পাংশায় দিনের বেলায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর পাংশায় দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সৌদি আরব প্রবাসী আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের আজগর মণ্ডলের ছেলে সোহেল মণ্ডলের বিরুদ্ধে। সোহেল নিজেও সৌদি ফেরত প্রবাসী এবং সম্প্রতি সৌদি আরবে জেল খেটে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং ঘরের ভেতরে অগোছালো অবস্থা বিরাজ করছে।

আব্দুর রাজ্জাকের স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, “আমার স্বামী বিদেশে থাকে। শ্বশুর-শাশুড়িকে নিয়ে আমি একাই বাড়িতে থাকি। শুক্রবার সকালে সোহেল এসে ৫ লক্ষ টাকা দাবি করে, টাকা না দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। শনিবার দুপুরে সে কুড়াল নিয়ে এসে বারান্দার গ্রীলসহ ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। ঘরে থাকা প্রায় ১৫-১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় বিছানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে।”

প্রবাসী রাজ্জাকের ভাইয়ের স্ত্রীও জানান, “সোহেল আগের দিন হুমকি দিয়েছিল। আজ এসে কুড়াল দিয়ে বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাট করেছে। আমি দ্রুত ফোনে কয়েকজনকে খবর দিই, কিন্তু তারা আসার আগেই সব শেষ হয়ে যায়। যাওয়ার সময় সে হুমকি দেয়, কেউ মামলা করলে খুন করে ফেলবে।”

অভিযুক্ত সোহেলের ভাই শামীম মণ্ডল বলেন, “আমি এখনই বাড়িতে এসে বিষয়টি শুনেছি। আমার ভাই বাড়িতে নেই, আমি কিছু জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দিনের বেলায় এমন হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Scroll to Top