২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

কালুখালীর আনসার সদস্যের সততা : ৮০ হাজার টাকার চেইন ফিরে পেলেন হিন্দু নারী

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় এক আনসার ও ভিডিপি সদস্যের সততায় ৮০ হাজার টাকার স্বর্ণের চেইন ফিরে পেয়েছেন এক হিন্দু রমনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলা আনসার ও ভিডিপি অফিস এবং পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফেরত প্রদানকারী আনসার সদস্যের নাম মো. আবু বক্কার শেখ। তিনি কালুখালী উপজেলার আনসার কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি অনুষ্ঠিত দুর্গাপূজা চলাকালে আবু বক্কার কালুখালীর মদনমোহন আঙ্গিনায় পিসি (Post Commander) হিসেবে দায়িত্বে ছিলেন। নবমীর দিন পূজামণ্ডপে আরতী ও নৃত্যানুষ্ঠানের সময় এক ভক্তের স্বর্ণের চেইন হারিয়ে যায়।
পরদিন সকালে দায়িত্ব পালনকালে আবু বক্কার মণ্ডপ প্রাঙ্গণ থেকে চেইনটি খুঁজে পান। পরবর্তীতে তিনি তা মন্দিরের সভাপতি যাদব কুমার দত্তের কাছে জমা দেন। পরে মন্দিরের মাইকযোগে হারানো চেইনের খোঁজে ঘোষণা দেওয়া হলে প্রায় ১০ জন ব্যক্তি চেইনটির মালিকানা দাবি করেন, কিন্তু কেউই যথাযথ প্রমাণ দিতে পারেননি।
অবশেষে রানী শীল, পাড়াবেলগাছি গ্রামের দিলীপ শীলের পুত্রবধূ, চেইনটির মালিকানা প্রমাণ করতে সক্ষম হন। পরবর্তীতে মন্দিরের সভাপতি যাদব কুমার দত্ত আনসার সদস্য ও স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে চেইনটি রানী শীলের হাতে তুলে দেন।
চেইন ফিরে পেয়ে রানী শীল বলেন, “আনসাররা সত্যিকারের মহান মানুষ। আমি তাদের পুরস্কার দিতে চেয়েছিলাম, কিন্তু তারা তা নিতে রাজি হননি। তারা বলেছেন, এটা আমাদের দায়িত্ব।”
স্থানীয়রা আনসার সদস্য আবু বক্কারের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন।

Scroll to Top