রাজবাড়ী ভয়েস ডট কম : উৎসবমুখর পরিবেশে খোকসা সরকারি কলেজ ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের লেখনীগুণ বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।







