কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলায় র্যাব-১০ এর অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মেহেরপুর জেলা সদরের শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।
র্যাব জানায়, তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা (মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা) এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের কালুখালী থানায় সোপর্দ করা হয়েছে।