৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

বালিয়াকান্দিতে নিখোঁজ গৃহবধুর সন্ধান চেয়ে স্বামী-সন্তানের সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ গৃহবধু মোছাঃ রেনু বেগম (৫০)-এর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার স্বামী ও সন্তানরা। সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে স্বামী মোঃ বাবলু শেখ, ছেলে লিটন শেখ ও মেয়ে বন্যা-মেঘলাকে সঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মোঃ বাবলু শেখ অভিযোগ করেন, তার স্ত্রী বিভিন্ন সময়ে বাড়ি থেকে চলে গেলেও আবার ফিরে আসত। তবে এবারের ঘটনায় স্থানীয় মনোয়ার ও তার সহযোগীরা ষড়যন্ত্রের অংশ হিসেবে স্ত্রীকে আটকে রেখেছে বলে ধারণা করছেন তিনি। বাবলু শেখ বলেন, “আমার ভাগ্নীর অপহরণ মামলায় স্বাক্ষী হওয়ায় আমাকে ও আমার ছেলেকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে হঠাৎ করেই আমার স্ত্রী নিখোঁজ হয়ে যায়।”

নিখোঁজ রেনু বেগমের ছেলে লিটন শেখ জানান, ১ জুলাই সকাল ১১টার দিকে তার মা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজির পর না পেয়ে গত ২৫ আগস্ট বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। লিটনের অভিযোগ, মনোয়ার ও তার লোকজন নানা ভাবে তাদের হয়রানি করছে।

এ সময় রেনু বেগমের মেয়ে বন্যা বলেন, “আমার মা মাঝে মাঝে চলে যেতেন, কিন্তু ফিরে আসতেন। এবার মা আর ফিরে আসেননি। আমরা খুব কষ্টে আছি। নানী আমাদের সহায় না হয়ে উল্টো মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।”

বালিয়াকান্দি থানার এসআই আকবর বলেন, বাবলু শেখ ও তার ছেলে আদালতে দায়েরকৃত সপ্তম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ মামলার স্বাক্ষী। তারা মায়ের নিখোঁজের জিডিও করেছে। তবে রেনু বেগমের মা মরিয়ম বেগমও তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পুলিশ তদন্ত করছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top