৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

কামাল হোসেন, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার মিজানপুর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশের যৌথ অভিযানে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুট হওয়া জেনারেটর উদ্ধার করা হয়।

ভিডিও ফুটেজে তাকে জেনারেটর নিতে দেখা গেছে বলে পুলিশ জানায়। এ ঘটনায় নূরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শরীফ আল রাজীব আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এখন পর্যন্ত ২৫ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রাসেল মোল্লা হত্যা মামলায় ৯ জন রয়েছে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর দরবারে হামলা, কবর থেকে মরদেহ উত্তোলন ও পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওই দিনই দুটি মামলা দায়ের হয়।

Scroll to Top