২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়ন পরিষদের দুর্নীতি-অনিয়ম ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের আঞ্চলিক মহাসড়কে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শুরুতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মুন্না, হারুণ অর রশিদ, জামাল মল্লিক, কামাল হোসেন, নাসিমা বেগম, শিউলী পারভীন, হাবু শেখ, মতিন শেখ ও ফরহাদ শেখ। এসময় প্রায় দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে কোনো নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি কর্মব্যস্ততার কারণে পরিষদে নিয়মিত আসতে পারেন না। ফলে নাগরিক সেবা পেতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের সচিব তৈয়বুর রহমানকেও অনিয়ম-দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় তোলেন বক্তারা। তাদের অভিযোগ, সচিব অফিস সময়ে অনুপস্থিত থাকেন, অধিকাংশ দিন পরিষদে আসেন না। এমনকি ফোনে যোগাযোগ করলে বিভিন্ন অজুহাতে কাজ ফেলে রাখেন। নাগরিক সেবা পেতে তাকে অর্থ প্রদান করতে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নানা স্লোগান দেন স্থানীয়রা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Scroll to Top