রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম থেকে খুলুমবাড়িঘাট যাওয়ার পাকা রাস্তার পাশে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এর নেতৃত্বে এসআই (নি:) সাজিদ আহমেদ সঙ্গীয় যৌথবাহিনী নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আজাদ হোসেন শিশু মন্ডলের বাড়ির সামনে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, একটি রিভলভার, দুটি তাজা লিড বল কার্তুজ (লাল ও নীল রঙের) এবং কালো কসটেপে মোড়ানো একটি হাতবোমা উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও বিস্ফোরক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






