রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর কালুখালীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাইক্রোবাস পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে উপজেলার রতনদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতনদিয়া গ্রামের গফুর শেখের ছেলে ও কালুখালীর সিনিয়র মাইক্রোবাস চালক মো. রিপন শেখ রাত সাড়ে আটটার দিকে তার হাইএক্স মাইক্রোবাস গ্যারেজে রেখে বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ গভীর রাতে প্রতিবেশীর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার মাইক্রোবাসে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত রিপন শেখ জানান, নয় লক্ষ টাকা দামের এই গাড়িটিই ছিল তার একমাত্র উপার্জনের অবলম্বন। তিনি ধারণা করছেন, শত্রুতামূলকভাবে কেউ ইচ্ছাকৃতভাবে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ চিহ্নিত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।







