রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর পাংশায় ধর্মীয় লেবাসধারী এক ভণ্ড প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পাংশা সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তির নাম মো. নাজিম মোল্লা (৪০)। তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের মো. আকামত মোল্লার ছেলে। তার কাছ থেকে বেশ কিছু আইডি কার্ডের ফটোকপি, ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ও কবিরাজি চিকিৎসার লিফলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা এন.আর ক্লিনিকের মালিক ডা. নাসির উদ্দিন তাকে ৪টি কোরআন শরীফ দেন মাদ্রাসায় দেয়ার জন্য। কিন্তু তিনি সেগুলো মাদ্রাসায় না দিয়ে মাত্র ২০০ টাকায় ছাত্রবন্ধু লাইব্রেরিতে বিক্রি করেন। পরে তিনি একটি ফটোকপি দোকানে গিয়ে কবিরাজি চিকিৎসার লিফলেট কপি করতে গেলে দোকান মালিক মো. মামুনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কোন হাজী নন এবং লেখাপড়াও জানেন না।
দোকান মালিক মামুন বলেন, “তার হাতে থাকা লিফলেট দেখে আমার সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে তিনি এলোমেলো কথা বলতে থাকেন। তার আইডি কার্ডের নামের সাথে লিফলেটে দেয়া নামেরও কোনো মিল নেই।”
অন্যদিকে, ছাত্রবন্ধু লাইব্রেরির মালিক আব্দুর রশিদ ২০০ টাকায় ৪টি কোরআন শরীফ কেনার বিষয়টি স্বীকার করেছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় লেবাস ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা এ ধরনের প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিম মোল্লাকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
								
															






