২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

গোয়ালন্দে ৪শ’ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল আকন (৬০)। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজীরপাগলা মুসা মাণ্ডার গ্রামের মৃত সবজল আকনের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের চর কালিগঞ্জের ৩নং গলি, অলিনগর এবি প্লাজা এলাকায় বসবাস করেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করায় বাবুল আকনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তারকৃত বাবুল আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Scroll to Top