২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীতে নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ১৮ দিনে ১৬২ জনের কারাদন্ড ও জাল ধ্বংস

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পদ্মায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১৮ দিনে ১৬২জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অভিযানের মাধ্যমে জব্দকৃত প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
নিষেধাজ্ঞার অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর ৯টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। কারাদন্ড প্রাপ্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন ও গোয়ালন্দ উপজেলায় ৪ জন রয়েছেন। অভিযানে ৩ লাখ ৮৩ হাজার মিটার জাল, ১৪৩ কেজি মাছ জব্দ ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেল তিনটা থেকে মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের শুরু থেকে ২১ অক্টোবর বিকেল তিনটা পর্যন্ত মোট ১৪৪ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ৪৯টি। ১৬২জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা মূল্যের ২৩ লাখ ৩৩ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। প্রায় ২৩মণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১ লাখ ১০ হাজার ২০০টাকা এবং নিলামে নৌকা বিক্রি করে ৯৭ হাজার টাকা আদায় করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে সরকার। আগামি ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। নিষেধাজ্ঞায় ইলিশ ধরা বন্ধে অভিযান চলমান থাকবে।

Scroll to Top