শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মহেন্দ্রপুর মাঠে ঘাস নাশক ছিটিয়ে মুড়িকাটা পেয়াজ নষ্টের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফি মোল্লা। সোমবার ক্ষতিগ্রস্থ কৃষক এ তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরে হাওমাও করে কাঁদেন ওই কৃষক।
কৃষক শফি মোল্লা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় বিজয়নগর গ্রামের কেসমত শেখের পুত্র আলম আমার মুড়িকাটা পেয়াজের জমিতে ঘাস নাশক ছিটিয়ে ফসল নষ্ট করেছে। এতে আমার ৩ লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে। তিনি জানান একাধিক প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখেছেন।
প্রত্যক্ষদর্শী হরিহারপুর গ্রামের হাচাই সরদার জানান, আলম শেখের ঘাস নাশক দেওয়ার ঘটনা আমি প্রত্যক্ষ করি। আমি জানতাম না এটা শফি মোল্লার জমি।পরে বুঝতে পেরেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের জমি দেখা হয়েছে। তাকে প্রণোদনার আওতায় এনে সহযোগীতা করা হবে। ইতিমধ্যে ওই কৃষককে গমবীজ দেওয়া হয়েছে।






