মিলন (খোকসা) কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ৩৫০ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল চারটার দিকে খোকসা উপজেলার কমলাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খোকসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জামান।
অভিযানে মোহাম্মদ শামীম হোসেন (২৮) পিতা মৃত ইসলাম শেখ, গ্রাম মালিগ্রাম, খোকসা এর একটি গোডাউনে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ হাজার ৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়। অভিযুক্তের কোনো বৈধ ডিলারশিপ না থাকায় সারগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে জানা যায়।
কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত সার জব্দ করা হয়। জব্দকৃত সার পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, কৃষি উপকরণে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






