২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান ও ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) পাংশা থানা পুলিশের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জিয়াদ (৩২) কে গ্রেফতার করা হয়। তিনি কলিমহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মাশালিয়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।

এছাড়াও অভিযানে ওয়ারেন্টভুক্ত আরেক আসামি উপজেলার যশাই ইউনিয়নের মেঘনা গ্রামের মঙ্গল প্রামানিকের ছেলে মোঃ উকিল প্রামানিককে গ্রেফতার করা হয়।

অপরদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর চরপাড়া এলাকার বারেক সরদারের ছেলে মোঃ মিজান সরদার (২০) কে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত তিনজন আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Scroll to Top