২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

খোকসায় অতিরিক্ত মূল্যে সার বিক্রি।। ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা

মিলন (খোকসা) কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে খোকসা উপজেলার মোল্লা এন্টারপ্রাইজ (আশা) সারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাসমিন জামান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কৃষক রাকিবুল ইসলাম অভিযোগ করেন, সরকার নির্ধারিত দরে প্রতি বস্তা সার ১ হাজার ৫০ টাকা হলেও তার কাছ থেকে ১ হাজার ৫৮০ টাকা নেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও সার ব্যবস্থাপনা আইনের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত নেওয়া টাকা কৃষক রাকিবুল ইসলামকে ফেরত দেওয়া হয়।

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top