রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী জেলা কারাগারের সামনে জামিনে মুক্তি পাওয়া এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত রাজবাড়ী জেলা কারাগারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। মারামারির একটি মামলায় গ্রেপ্তার হয়ে নয়ন ও পিয়াল নামে দুই যুবক রাজবাড়ী জেলা কারাগারে ছিলেন।বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়ে সন্ধ্যার দিকে তারা কারাগার থেকে বের হলে বাইরে অপেক্ষমাণ স্বজনদের সঙ্গে যোগ দেন। এ সময় হঠাৎ দুই পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয় এবং একপর্যায়ে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, “ওই দুই যুবকের বিরুদ্ধে চারটি মামলা ছিল। সর্বশেষ মারামারির মামলায় তারা জামিন পান। কারাগারের বাইরে কী ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই। যেহেতু ঘটনাটি কারাগারের ফটকের বাইরে, তাই কারা কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা নেয়নি।”
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, “মারামারির মামলায় নয়ন নামে এক যুবক জামিনে মুক্তি পায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফাঁকা গুলি ছুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখনো কেউ মামলা করেনি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”






