১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বৃহস্পতিবার

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি রাজবাড়ীর একটি টিম ০৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মাঝবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাঝবাড়ি এলাকার নজুমুদ্দিন মন্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রুস্তম মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুস্তম মন্ডল নজুমুদ্দিন মন্ডলের ছেলে। তার বাড়ি কালুখালী থানার মাঝবাড়ি পশ্চিম পাড়া এলাকায়। এ সময় তার দখল ও হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই আব্দুল্লাহ বাদী হয়ে রাজবাড়ীর কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Scroll to Top