পুলক সরকার ( খোকসা) কুষ্টিয়া : অবৈধভাবে সার মজুদ করার অপরাধে কুষ্টিয়ার খোকসায় সার ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(০৮’জানুয়ারি) দুপুরে খোকসা পৌর বাজারের বিসিআইসি’র ডিলার মেসার্স পলাশ বীজ ভান্ডারে অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খোকসার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান এই অর্থদণ্ড দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, খোকসা পৌর বাজারের প্রধান সড়কে বিসিআইসি’র ডিলার মেসার্স পলাশ বীজ ভান্ডারে অবৈধভাবে সার মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন। সেখানে ২২৩ বস্তা এমওপি সার ও ১৩৮ বস্তা টিএসপি সার মজুদ পাওয়া যায়। এসময় বরাদ্দ বহির্ভূত সার মজুদ রাখায় সার ডিলার মেসার্স পলাশ বীজ ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
অভিযোগ উঠেছে, এ উপজেলায় সরকারি মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন ডিলাররা। এতে ফসল উৎপাদন করতে ভোগান্তিসহ বেশি টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। সারের দাম বেশি নেওয়া রোধে প্রশাসনের সহযোগিতা মিলছে না।
উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিসিআইসি সার ডিলার ১০ জন এবং বিএডিসি ডিলার ১৩ জনসহ মোট ২৩ জন ডিলার রয়েছেন।
এসব ডিলারের মাধ্যমে ব্যবসায়ী ও কৃষক সরাসরি ন্যায্যমূল্যে সার পাওয়ার কথা। কিন্তু তা না হয়ে ডিলারদের কাছ থেকে বেশি মূল্যে কৃষক ও খুচরা বিক্রেতাদের সার কিনতে হচ্ছে। আমন মৌসুম পেরিয়ে এবার পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে সারের দাম বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।






