২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলায় বীর মুক্তিযোদ্ধা আহত

মিলন,খোকসা: অন্যের গাছের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বাচ্চু (৭২)। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বাচ্চু ওই গ্রামের মৃত এমদাদ হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার এক প্রতিবেশীর বাগান থেকে ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে আব্দুর রহিম ও রিপনের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ বিরোধের মীমাংসা করতে বুধবার সকালে বীর মুক্তিযোদ্ধা রোকন উদ্দিন বাচ্চু ঘটনাস্থলে যান। তিনি রহিমের বাড়ির গেটের সামনে গিয়ে ডাকাডাকি করলে গেট না খোলায় পেছনের গেট দিয়ে লাঠি হাতে ভেতরে প্রবেশ করেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কাঠের টুকরা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এতে তার মাথায় আঘাত লেগে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়।

আহত বীর মুক্তিযোদ্ধা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত রহিম বিশ্বাসের বাড়িতে গেলে তার স্ত্রী শিল্পী খাতুন জানান, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না বলে তারা গেট বন্ধ রেখেছিলেন। তিনি দাবি করেন, পরে রোকন উদ্দিন বাচ্চু লাঠি হাতে পেছনের গেট দিয়ে তাদের ওপর হামলা করতে আসেন। আত্মরক্ষার্থে তারা ইট ছুড়ে মারলে তার মাথায় আঘাত লাগে। এ সময় বাচ্চু তার হাতে থাকা লাঠি দিয়ে শিল্পী খাতুন ও তার মেয়ে মিমকেও আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন বলেন, ঘটনার বিষয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top