৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস : “ভাত-কাপড়, জমি-কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলো” – এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) জেলা শাখার উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন উদীচী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা গণফ্রন্টের সমন্বয়ক মো. ছমির উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সদস্য মোকলেছুর রহমান ও মকসুদ আহম্মেদ মনি। এছাড়া জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ডা. হাবিবুর রহমান, মো. শাজাহান, ওমর আলী, মো. আলামিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এ দেশের সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতন ঘটলেও বর্তমান সরকার আরও ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, দেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান দেখা দিচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ ও বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প শক্তিকেই এগিয়ে আসতে হবে। এজন্য প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

Scroll to Top