রাজবাড়ী ভয়েস: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সরকারি রাস্তার পাশ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের চারটি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুম শেখ (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বালিয়াকান্দি পৌর এলাকার মৃত আব্দুস সামাদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ওই গাছগুলো কেটে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজের বাড়িতে মজুত রাখেন মাসুম শেখ।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে পানি নিষ্কাশনের জন্য একটি সরকারি খাল রয়েছে। খাল ও হাসপাতালের সীমানা প্রাচীরের মাঝ দিয়ে একটি মাটির রাস্তা দিয়ে এলাকাবাসী যাতায়াত করে। রাস্তার উত্তর পাশে বেড়ে ওঠা চারটি বড় মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে এবং গাছগুলো বর্তমানে মাসুম শেখের বাড়িতে রাখা আছে।
স্থানীয় বাসিন্দা মো. ওহিদুজ্জামান, রুহুল আমিন ও মো. মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, “এখানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে। সরকারি সম্পদ এভাবে কেটে নেওয়া যায় না। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
অভিযুক্ত মাসুম শেখকে বাড়িতে পাওয়া না গেলেও তার বড় ভাই মামুন শেখ দাবি করেন, “আমরা ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ নিয়েছিলাম গাছ লাগানোর জন্য। সেই জায়গাতেই গাছ লাগানো হয়েছিল। তাই গাছগুলো কেটে বাড়িতে এনেছি। উপজেলা ভূমি কর্মকর্তা আমাদের ডেকেছেন, সেখানে বসেই সমাধান হবে।”
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়ার পর এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, ২০১২ সালে ইউনিয়ন পরিষদ থেকে জমি লিজ দেওয়া হয়েছিল। তবে চুক্তি অনুযায়ী গাছের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ ও ৪০ ভাগ লিজগ্রহীতার হওয়ার কথা। আমরা এখন কাগজপত্র যাচাই করছি। ইউনিয়ন পরিষদ এভাবে লিজ দেওয়ার ক্ষমতা রাখে কি না এবং লিজের বৈধতা কতটুকু—সব খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”