রাজবাড়ী ভয়েস: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।
মামলার আসামিরা হলেন— বালিয়াকান্দি উপজেলার স্বর্পবেতেঙ্গা গ্রামের মো. আলাউদ্দিন শেখের ছেলে মো. সাকিল শেখ (২৫), বেতেঙ্গা সরদারপাড়ার আকতার মোল্লা কালার ছেলে মো. আব্দুল্লাহ (২৩), একই গ্রামের আনোয়ার শেখ (৪০) ও মনোয়ার শেখ (৩৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে আসামিরা উত্যক্ত করতো। এরই জের ধরে গত শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টার দিকে জামালপুর ইউনিয়নের নলিয়া হরি ঠাকুরের মেলার মাঠের সামনে থেকে শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করে তারা। এসময় স্থানীয়দের চিৎকারে অপহরণকারীরা বিপদের আশঙ্কা করে কিছু দূর অগ্রসর হওয়ার পর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অটো ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে আদালতে মামলা দায়ের করেন শিক্ষার্থীর মা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক জানান, আদালত মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।