৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে ২৮ দিনব্যাপী ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীতে ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এ সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার (পিভিএম)। তিনি সমাপনী বক্তব্যে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমুখী কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাগত প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে একজন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য হিসেবে দেশ ও জনগণের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরে সমাপনী দিনে প্রশিক্ষণে শৃঙ্খলা, ফায়ারিং দক্ষতা ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

Scroll to Top