৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

কালুখালীতে মোবাইল কোর্টে ১৫৩০ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

রাজবাড়ী ভয়েস: রাজবাড়ীর কালুখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫৩০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, পুলিশ প্রশাসনের সদস্য এবং উপজেলা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “দেশীয় মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Scroll to Top