২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | বুধবার

রাজবাড়ীর জেলা প্রশাসকের বালিয়াকান্দি সফর

রাজবাড়ী ভয়েস ডট কম: আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) ইং তারিখে  রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন করেছেন।

সফরকালে তিনি ইন্দুরদী কমিউনিটি ক্লিনিক, সদর ইউনিয়ন ভূমি অফিস, বালিয়াকান্দি থানা ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে তিনি বালিয়াকান্দি সরকারি কলেজের বাউন্ডারী ওয়াল, এসিল্যান্ড অফিস সংস্কার, অফিসার্স ক্লাব সংস্কার এবং উপজেলা পরিষদ অডিটরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করেন।

এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বালিয়াকান্দির বিভিন্ন স্তরের অংশীজনদের সাথে জন্ম-মৃত্যু নিবন্ধন ও গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Scroll to Top