৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

পাংশায় দিশা মেডিকেয়ার ও চিকিৎসকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর পাংশায় দিশা মেডিকেয়ার হাসপাতাল ও গাইনি চিকিৎসক ডা. আনজুয়ারা সুমির বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলা ও অপচিকিৎসার অভিযোগ উঠেছে।

বালিয়াকান্দি উপজেলার বিলধামু গ্রামের মো. ইব্রাহিম সুলতান সোমবার (২৫ আগস্ট) জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৬ জুলাই তার বোন ফাতেমা খাতুন (১৮) ওই হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করেন। পরে চিকিৎসকের অবহেলায় গর্ভাশয়ের ভেতর সম্পূর্ণভাবে ‘ফুল’ অপসারণ না করায় তীব্র ইনফেকশন ও রক্তক্ষরণ শুরু হয়। একাধিক হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। এ ঘটনায় পরিবারটি আর্থিক ও মানসিক বিপর্যয়ে পড়েছে।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে, অবস্থা অবনতির পরও চিকিৎসক ডা. সুমি ও হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব অস্বীকার করে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

এদিকে রাজবাড়ী সিভিল সার্জন ডা. এসএম মাসুদ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top