রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত সমন্বয় সভার গুরুত্ব তুলে ধরে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।