রাজবাড়ী ভয়েস ডট কম: বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মকর্তাগণের ন্যায্য অধিকার আদায়ে ৫ দফা দাবি জানিয়েছে ( বাসমাশিস) রাজবাড়ী জেলা শাখার শিক্ষকবৃন্দ।
২৬ আগষ্ট ২০২৫ ইং তারিখে ( মঙ্গলবার) এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের শিকার শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন ও কর্মপরিবেশের উন্নয়নের স্বার্থে এ দাবিগুলো উত্থাপন করেছেন।
৫ দফা দাবিগুলো হলো—
১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করা এবং ৪ (চার) স্তর বিশিষ্ট একাডেমিক পদসোপান বাস্তবায়ন। একইসাথে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা।
৩. আপিল বিভাগের রায়ের আলোকে দ্রুত বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ প্রদান।
৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি প্রদান ও পদায়ন।
৫. মাধ্যমিক শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা সংশোধন।
বাসমাশিসের নেতারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক-কর্মকর্তাদের বৈষম্য দূর করে তাদের দাবি পূরণ করা এখন সময়ের দাবি।
