রাজবাড়ী ভয়েস ডট কম: “মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ হবে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় মৎস্য অধিদপ্তরীয় রাজস্ব কার্যক্রমের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে ঠাকুর বিলে ১৪৫ কেজি, গজারিয়া বিলে ১৪৬ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ১০০ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ৩৩ কেজি পোনা মাছ ছাড়েন উপজেলা মৎস্য অধিদপ্তর।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাইসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।