রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল (২৬ আগস্ট) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিক্ষার্থীকে এ্যাসিসটিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।