৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীর কালুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীর কালুখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্ম বিষয়ক কল্যাণ ট্রাস্টের রাজবাড়ী জেলা সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাস, মসজিদের ইমাম এবং বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি আদম আলী, আমার সংবাদের কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, জিটিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরান খান, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, মাতৃকণ্ঠের উপজেলা প্রতিনিধি জুয়েল সরদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪৭,৮২৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ জন্য জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইসরাত জাহান উম্মন বলেন,
“আমরা শতভাগ টাইফয়েড টিকা প্রান্তিক পর্যায়ের শিশুদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

Scroll to Top