৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে রাতের আঁধারে পার্কিং করা বাসে আগুন

রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ীতে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে সরকার পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এতে বাসটির প্রায় ৫০ শতাংশের বেশি অংশ ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক পরিবহন মালিক সমিতির অফিসের সামনে স্টাফ কোয়ার্টার এলাকায়।

সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, প্রতিদিনের মতো ট্রিপ শেষে বাসগুলো অফিস ও স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করে রাখা হয়। রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে সেখানে রাখা ছিল। রাতের গভীরে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে জানায়, বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, সকালে বাসটি শ্রীপুর টার্মিনালে নিয়ে আসা হয় মেরামতের জন্য। আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা হতে পারে। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Scroll to Top