৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ অবস্থানে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন। এ ঘটনায় খানখানাপুর বেপারীপাড়া এলাকার জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

এফআইআর নং-১/২০২৪ অনুযায়ী মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬ ধারায় এবং Explosive Substances Act, ১৯০৮ এর ৩/৬ ধারায় রুজু করা হয়। তদন্তে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মান্নান মিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ মেলে।

অভিযান পরিচালনা করেন সদর থানার এসআই (নিঃ) এনায়েত শিকদার। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, “আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Scroll to Top