রাজবাড়ী ভয়েস ডট কম: রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ৩টায় প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের ইউপি সদস্য রিমা সুলতানার বাড়ির উঠানে।
অন্যদিকে, “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় জিওবি খাতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয় রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের মতিয়াগাছা গ্রামের ফারুক মোল্লার বাড়ির উঠানে, একই দিনে বিকেল ৪টা ৩০ মিনিটে।
তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এসব উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সদস্য রীমা সুলতানা। এছাড়া ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি প্রতিযোগিতা-২০২৫, বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার এবং আইনগত সহায়তায় জেলা লিগ্যাল এইড অফিসের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
								
															






