৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | শুক্রবার

রাজবাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী স্কুলে শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী মুন্সী বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ৩৮ জন শিক্ষার্থীর হাতে লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকসেদ আলী, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস, ফকির নূরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিশোর কুমার গুহ, সপ্না রানী পোদ্দার ও শারমীন আক্তার।

লাইফ জ্যাকেট বিতরণ উপলক্ষে ইউএনও মারিয়া হক বলেন, “পদ্মা নদী পাড়ি দিয়ে প্রতিদিন অনেক শিক্ষার্থী এই বিদ্যালয়ে আসে। তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই লাইফ জ্যাকেট দেওয়া হলো। এতে নদী পথে দুর্ঘটনা ঘটলে শিক্ষার্থীরা ভেসে থাকতে পারবে এবং নিরাপদে তীরে ফিরতে পারবে।”

লাইফ জ্যাকেট বিতরণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Scroll to Top